কুড়িগ্রাম: অশ্লীল ছবি প্রকাশ্যে প্রদর্শন ও ডাউনলোডসহ আমদানি- রপ্তানি করার দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চার যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার নবী নেওয়াজ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চন্দ্রখানা গ্রামের আফছার আলীর ছেলে বাবলু সরকার, দাসিয়ারছড়ার টঙ্কারমোড় এলাকার আফছার আলীর ছেলে জাকির হোসেন, নাগদাহ গ্রামের ফরিদ হোসেনের ছেলে বাবলু রহমান ও নওদাবশ গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির মিয়া।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল উপজেলার খরিবাড়ী বাজারে আমিনুল ইসলামের কম্পিউটার দোকানে অভিযান চালায়। এ সময় ওই দোকানের মালিক টের পেয়ে গা ঢাকা দিলে চার যুবককে হাতে-নাতে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ