ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক মোহাম্মদ আলী খান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভাষা সৈনিক মোহাম্মদ আলী খান আর নেই মোহাম্মদ আলী খান

ঝালকাঠি: ভাষার মাসেই চলে গেলেন ঝালকাঠির ভাষা সৈনিক মোহাম্মদ আলী খান (৮০)।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের কামারপট্টির নিজ বাসায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।


 
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।   
 
সৈনিক মোহাম্মদ আলী খানের মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে আসেন জেলার সর্বস্তরের মানুষ। বুধবার বাদ আছর ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।  
 
১৯৫২ সালের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় ৯ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদের কমিটি গঠিত হয়। এ সংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন মোহাম্মদ আলী খান। পরবর্তীতে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি।  
 
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।