ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব শাখার পরিচালক আকামদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এক ফ্যাক্স বার্তার মাধ্যমে তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছে ইউজিসি।
ফ্যাক্স বার্তায় বলা হয়, ইবির হিসাব শাখার পরিচালক আকামদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক ড. শাহ নওয়াজ আলীকে। ইউজিসির অতিরিক্ত পরিচালক ফেরদাউস জামান ও ইউজিসির হিসাব শাখার পরিচালক মিজানুর রহমানকে সদস্য করা হয়েছে।
এছাড়া তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত কাজ সম্পাদন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ওই ফ্যাক্স বার্তায়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমজেড