গাবতলীর (বগুড়া) পোড়াদহ মেলা থেকে ফিরে: প্রায় চারশ’ বছরের গ্রামীণ ঐতিহ্য পোড়াদহ মেলা। প্রতি বছর মাঘের শেষ বুধবার ইছামতি নদীর তীরে পোড়াদহ এলাকায় এ মেলার আয়োজন করা হয়।
মেলায় সব বয়সী ও শ্রেণি পেশার মানুষের স্রোত নেমেছে। মেলার প্রায় সপ্তাহখানেক আগেই স্বজনদের দাওয়াত করেছেন স্থানীয়রা। এ তালিকার শীর্ষে রয়েছেন নতুন জামাই-বউ। মেলার প্রধান আকর্ষণ মাছসহ বিভিন্ন সামগ্রী কিনতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিপুল সংখ্যক মানুষ।
সব মিলে লাখে মানুষের প্রাণের মেলবন্ধন হয়ে উঠেছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী উপজেলার গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ এ মেলায় গেলে এমনই দৃশ্য দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই মেলামুখি হাজারো মানুষের স্রোত। মেলায় যাওয়ার সবগুলো পথেই মারাত্মক যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্রোত বাড়তে থাকে। সড়কের কোথাও কোথাও যানজটের কবলে পড়ে মানুষকে ঘণ্টাব্যাপী অপেক্ষা করতে হয়।
পিক-আপ ভ্যান, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা-ভ্যান, ভটভটি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, বাইসাইকেলসহ পায়ে হেঁটে মানুষ মেলায় যাওয়া-আসা করেন।
মেলার সিংহভাগ জায়গা মাছ ব্যবসায়ীদের দখলে। এর মধ্যে আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা রয়েছেন। ট্রাকে ট্রাকে মাছ আড়তে নামছে আর খুচরা ব্যবসায়ীরা সেগুলো কিনে দোকানে ভরছেন। পরের স্থানে রয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। এছাড়া রকমারি খেলনা, হোটেল, কাঠ, মোটরসাইকেল খেলা দেখানোর জন্য হাজারো ব্যবসায়ী মেলায় আসন গেড়েছেন।
তবে এবারের মেলায় যাত্রা, বিচিত্রা ও সার্কাসের কয়েকটি প্যান্ডেল দেখা গেলেও সেগুলো চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মেলেনি বলে জানা গেছে।
মেলায় আসা শাহজামাল কামাল বাংলানিউজকে জানান, প্রতিটি মেলাই বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। পোড়াদহ মেলার সঙ্গেও সেই ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই এ মেলা দেখতে তিনি শেরপুর থেকে এসেছেন। একদিনের মেলায় এতো মানুষের সমাগম তিনি অতীতে কোনো মেলায় দেখেননি। অন্য কোনো মেলায় এত বড় বড় মাছ দেখার সৌভাগ্যও হয়নি তার।
ওবাইদুল্লাহ, আবু তালহা, হারুনুর রশীদসহ মেলায় আসা কয়েকজন বাংলানিউজকে জানান, মাত্র একদিনের মেলায় এতো মানুষের সমাগম ঘটে তা ভাবতেও পারা যায় না। অথচ এ মেলায় সেটিই ঘটেছে। যা স্বচক্ষে দেখা হলো। পাশাপাশি মাছের মেলাখ্যাত পোড়াদহ মেলায় এসে বড় বড় দেখার সঙ্গে সাধ্যানুসারে মাছও কেনা হলো বলে তারা জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমবিএইচ/এএসআর