ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মোহাম্মদপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা!

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে রানী (২০) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী সাহেব আলীকে (৩১) আটক করেছে পুলিশ।



বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর বি ব্লকের জেনেভা ক্যাম্পে বাসার দরজা ভেঙে সারা শরীর দগ্ধ অবস্থায় রানীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, রানীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

রানীর ভাই জনি বলেন, আমরা বিহারী। এর আগে রানীর একটা বিয়ে
হয়েছিলো। এক বছর আগে ছাড়াছাড়ি হয়। গত পাঁচ মাস আগে সাহেব আলীর সঙ্গে রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা ওর ওপর নির্যাতন করে আসছিলো। আজ দুপুরে তারা ওর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেয় বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।