ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছাত্রী ধর্ষণকালে মাদ্রাসা অধ্যক্ষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বগুড়ায় ছাত্রী ধর্ষণকালে মাদ্রাসা অধ্যক্ষ আটক

বগুড়া: বগুড়ার সোনাতলা ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণকালে আপত্তিকর অবস্থায় একই মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিমকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পুলিশ তাকে মাদ্রাসার ছাত্রীদের নামাজ পড়ার ঘর থেকে আটক করে।



সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম আলিম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ছাত্রীদের নামাজ পড়ার ঘরে ডেকে নেন। এরপর ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন। অধ্যক্ষকে আটক করে পুলিশের খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় বলেও জানান ছাত্র-শিক্ষকরা।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমবিএইচ/এএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।