ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর উপশহর-সোনাদীঘি-মালোপাড়া সড়ক প্রশস্তকরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রাজশাহীর উপশহর-সোনাদীঘি-মালোপাড়া সড়ক প্রশস্তকরণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সড়কের রানীবাজার প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, তিনি মেয়রের দায়িত্ব পালনকালে রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়শ' কোটি বরাদ্দ দিয়েছিলেন। পরিকল্পনা ছিল আরও বরাদ্দ এনে দশ বছরে মহানগরীর ব্যাপক উন্নয়ন ঘটাবেন। আগামীতে সুযোগ পেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

এর নির্মাণ কাজ শেষ হলে মহানগরীর রূপের পরিবর্তন ঘটবে। আলোকায়নের কারণে রাতের রূপও হবে ভিন্ন বলে জানান তিনি।

এসময় রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালুর আশ্বাস দিয়ে তিনি বলেন, এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে।

রাজশাহী-নওগাঁ সড়কের আলিফ লাম মীম ভাটা থেকে রাজশাহী-নাটোর সড়কের ধান গবেষণা কেন্দ্র পর্যন্ত ১২২ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে প্রথম ফ্লাইওভার নির্মিত হতে যাচ্ছে। যার নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই।

এদিকে, সভাপতির বক্তব্য রাখতে গিয়ে রাজশাহীর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, রাজশাহীর উন্নয়নে সবাই একযোগে কাজ করে যাবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ফায়ারব্রিগেড থেকে কোর্ট পর্যন্ত সড়কটিকে চারলেনে উন্নীত, উপশহরের সড়কে প্রশস্ত করা হয়েছে। বাংলাদেশের মধ্যে প্রথম রাজশাহীতে সাইকেল লেন নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, মুস্তাক হোসেন রতন, বেলাল আহম্মেদ, আব্দুস সোবহান লিটন, ইকবাল হোসেন দিলদার, নাজমা খাতুন, বোয়ালিয়া থানা আওয়ামীলীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার।

এ রাস্তাটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ১৬ লাখ টাকা। রাস্তাটির দু’পাশে ড্রেন, ফুটপাত থাকবে। প্রশস্ত হবে ৪২ ফুট। দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।