ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গৃহবধূসহ ২ জনের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দিনাজপুরে গৃহবধূসহ ২ জনের আত্মহত্যা

দিনাজপুর:  দিনাজপুরে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজন বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।



সকালে সদর উপজেলার দিঘন গ্রামের আকবর আলীর স্ত্রী মোস্তাকিমা বেগম (৪৫) পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত লালমিয়ার স্ত্রী আয়তুন বেওয়া (৭৫) পেটের ব্যথা সহ্য করতে না পারায় মঙ্গলবার রাতে ইঁদুর মারার ওষুধ পান করেন। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বলেন, এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।