ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

কক্সবাজার: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার হারবাং এলাকায় এবং বিকালে ফাঁসিয়াখালী এলাকায় পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে ফাঁসিয়াখালী এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আব্দুর রশিদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি মহেশখালীর কালারমারছড়া এলাকার উলা মিয়ার ছেলে। আহত হন মোটরসাইকেল আরোহীও।

এ ছাড়া চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী অপর গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে নিহত জাফর আলম (৪০) চকরিয়ার লক্ষ্যারচর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।