ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবু সাঈদ উপজেলার জয়কুল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।  

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নিজ বাড়িতে আবু সাঈদ নিজের মোবাইল সার্ভিসিং করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকেলে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।