ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আটক ৬, জরিমানা সাড়ে ১১ লাখ

মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায় জাপান বাংলাদেশ মেডিকেলের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায় জাপান বাংলাদেশ মেডিকেলের! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অনিয়মের দায়ে রাজধানীর ঝিগাতলার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস হাসপাতালের ছয়জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিকে তৎক্ষণাৎ সাড়ে ১১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।



বুধবার (ফেব্রুয়ারি ১০) বিকেলে হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

আদালতের নির্দেশে আটক ছয়জন হলেন- নজরুল ইসলাম, ডা. শরিফুজ্জামান, মো. কাওসার, মোছা. লিজা, মনতেশ মন্ডল ও সুমন মন্ডল।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হাসপাতালটিতে ১ বছর ৪ মাসের একটি শিশু মারা গেলেও কর্তৃপক্ষ তাকে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া, অনভিজ্ঞ ডাক্তার দ্বারা শিশু রোগের চিকিৎসা করা, মেডিকেল বোর্ড গঠনের কোনো ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট না থাকাসহ নানা অভিযোগে হাসপাতালের ছয় জনকে আটক করা হয়। তৎক্ষণাৎ হাসপাতালকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম ও  মেজর আতাউর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।