ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ২ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গজারিয়ায় ২ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন বসুরচর এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ জোনাল তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও মুন্সীগঞ্জ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।



মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান ও তিতাস গ্যাস সোনারগাঁ জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আতিকুল হক সিদ্দিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি দল গজারিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়।

প্রকৌশলী আতিকুল হক সিদ্দিক জানান, কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ দেওয়া হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি বাসা-বাড়িসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে এ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছিল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।