ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি : প্রতীকী

ঢাকা: দু’দিন পরে থাকার পর রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, গত সোমবার (৮ ফেব্রুয়ারি) কে বা কারা তাকে হাসপাতালে রেখে যায়। ওই দিনই তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিচয় জানার জন্য দু’দিন অপেক্ষার পর বুধবার থানায় খবর দেয়। এরপর বিকেলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বা অন্য কোনো কারণে তার মৃত্যু হতে পারে। মৃতদেহটি ময়নাতন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এজেডএস/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।