ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দামুড়হুদায় মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দর্শনা পৌরসভার হল রুমে বিদায়ী মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে নব-নির্বাচিত মেয়র মতিয়ার রহমানসহ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী ও গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।