ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শিশু অপহরণকারী রসুল আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আশুলিয়ায় শিশু অপহরণকারী রসুল আটক ছবি: সংগৃহীত

আশুলিয়া (ঢাকা): আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকা থেকে গোলাম রসুল (২১) নামে এক শিশু অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় মো. ফজলুল আলমের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক  গোলাম রসুল খুলনা জেলার পানতিতা গ্রামের মৃত. জসিমউদ্দিন মোল্লাহ ছেলে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, শিশু ইমন (৬) নিজেই তার অপহরণকারীকে সনাক্ত করে পরিবারকে জানায়। পরে ইমনের পরিবার এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে শিশু ইমনকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর তিন দিন পর সোমবার (৮ ফেব্রুয়ারি) তাকে সাভার গেন্ডা এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর শাহিন নামে এক ব্যক্তির সহযোগিতায় ইমনকে ফেরত পায় পরিবার।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।