ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গারো পাহাড়েও পড়বে উন্নয়নের ছোঁয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
গারো পাহাড়েও পড়বে উন্নয়নের ছোঁয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দ্রুত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ছোঁয়া শিগগিরই রাজধানী ছাপিয়ে এই গারো পাহাড়ে এসে পড়বে।



তিনি আরো বলেন, দ্রুত উন্নয়ন হওয়ায় রাজধানী এখন চেনাই যায় না। ঢাকা  এখন দ্বিতল ঢাকায় পরিণত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের বালুঝুরি বাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের আগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খুব কম সময়ের মধ্যেই কামালপুর ইউনিয়নের লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি দেশের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেন মোখলেছুর রহমান।

বাল্যবিয়ে সম্পর্কে তিনি বলেন, বাল্যবিয়ে একটি সমাজিক ব্যাধি। আসুন সবাই মিলে বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ি।

কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান জোবায়ের হিটলারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু জাফর, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মোকারেছ, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোহরা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম তারা প্রমুখ।
এর আগে তিনি জামালপুরের দেওয়ানগঞ্জেও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।

দুইদিনের সফরে জামালপুর এসেছেন মোখলেছুর রহমান। এ সফরে ১০টি স্পটে প্রায় ১৫০০ কম্বল বিতরণ ছাড়াও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা এবং সাধুরপাড়ায় মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।