ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় পিস্তলসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কুমিল্লায় পিস্তলসহ ২ যুবক গ্রেফতার ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লায় বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া দুই যুবক হলেন- কুমিল্লা সদরের আড়াইওরা এলাকার নীল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও শহিদুল ইসলামের ছেলে বিক্রম (২০) ।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে ডিবি পুলিশের সদস্যরা আড়াইওরা এলাকায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও বিক্রমকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

কুমিল্লার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দুপুরে আদালতের মাধ্যমে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।