ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সাভারের ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের আড়াপাড়া এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি খোকন হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের হেমায়াতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খোকন হোসেন সাভার আড়াপাড়া এলাকার মো. আলীর ছেলে।

র‌্যাব ৪ এর (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি খোকনকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়। ঘটনার পর থেকে খোকন আত্মগোপনে ছিলো। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ৬ জুলাই ওই কলেজ ছাত্রী তার বন্ধুর সঙ্গে আড়াপাড়া এলাকায় ঘুরতে যায়। এ সময় অভিযুক্ত খোকন ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে তাড়িয়ে দিয়ে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় খোকনকে আসামি করে সাভার মডেল থানায় পরদিনই মামলা দায়ের করা হয়।

তার বিরুদ্ধে থানায় ধর্ষণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ৠাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।