ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে ইইউ প্রতিনিধিদল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সংসদে ইইউ প্রতিনিধিদল

জাতীয় সংসদ ভবন থেকে: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের নবম অধিবেশনের বুধবারের (১০ ফেব্রুয়ারি) কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

এদিন মাগরিবের নামাজ বিরতির পর চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করছিলেন সরকার দলীয় সংসদ সদস্য এএইচ এন আশিকুর রহমান।



তার নির্ধারিত সময় শেষ হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমি একটা ঘোষণা দেবো। ঘোষণার পর আপনাকে সময় দেবো। আজকে সংসদের কার্যক্রম অধিবেশন কক্ষে বসে পর্যবেক্ষণ করছেন ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধিদল। ’

‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ইইউ সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের আজকের বৈঠকের কার্যক্রম করছেন। এজন্য ইইউ প্রতিনিধিদলকে সকল সংসদ সদস্যদের পক্ষে ধন্যবাদও জানাই। ’

এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের অভিনন্দন জানান। সঙ্গে সঙ্গে  ইইউ প্রতিনিধিদলও দাঁড়িয়ে তাদের অভিনন্দনের জবাব দেন।

এর আগে ইইউ প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ কার্যালয়ে সাক্ষা‍ৎ করেন।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাতে তিনদিনের সফরে ঢাকায় আসেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা।

ইইউ পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিদলের  চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ঢাকা সফর করছেন এ দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএম/এসকে/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।