ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রীর অশ্লীল চিত্র ছড়িয়ে দেওয়ায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কলেজছাত্রীর অশ্লীল চিত্র ছড়িয়ে দেওয়ায় মামলা

বরিশাল: বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের এক ছাত্রীকে অচেতন করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কলেজছাত্রকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 
 
আসামিরা হলেন- একই কলেজের ছাত্র জুবায়ের হোসেন আসিফ ও বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিরাজ হোসেন অমি।
 
মামলায় ছাত্রী উল্লেখ করে, আসামিরা নগরীর একটি মেসে থেকে লেখাপড়া করে। চলতি বছরের ১৩ ডিসেম্বর নোট নেওয়ার জন্য ওই মেসে যায় ওই ছাত্রী। সেখানে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে পান করতে দিলে সে অচেতন হয়ে পড়ে।
 
অচেতন অবস্থায় তার অশ্লীল স্থির ও ভিডিও চিত্র ধারণ করে আসামিরা। পরে তা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।