ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘খালেদা-ইউনূসের কূটচাল ব্যর্থ’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‘খালেদা-ইউনূসের কূটচাল ব্যর্থ’

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ঘষেটি বেগম’ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ‘সুদখোর’ আখ্যা দিয়ে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও সততায় ঘষেটি বেগম আর সুদখোর ইউনূসের কূটচাল ব্যর্থ হয়েছে। ’

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।



সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, আমরা এখন নিজেদের টাকায় পদ্মাসেতু করছি। ২০১৮ সালেই পদ্মাসেতুতে যানবাহন চলাচল করবে। ১০০ অর্থনৈতিক অঞ্চল হবে, মেট্রোরেল হবে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হবে।

‘জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু কন্যা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ করছেন এবং রায় কার্যকর হচ্ছে। এখানেই তিনি অদ্বিতীয়। আর খাই খাই খালেদা আর তার বিশ্ব দুর্নীতিবাজ পুত্র তারেক দেশটাকে গিলে খেয়েছেন। ’

সরকার বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কথাও উল্লেখ করেন তিনি।

এসময় ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, ১/১১ সময় ডেইলি স্টারের মাহফুজ আনাম দিনের পর দিন মিথ্যা সংবাদ পরিবেশন করে গণতন্ত্রের বুকে পেরেক ঠুকেছেন। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে গ্রেফতার করতে বাধ্য করেছিলেন। আমরা তার গ্রেফতার চাই, বিচার চাই।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসকে/এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।