ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাসদাইরে ৫ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মাসদাইরে ৫ মাদক বিক্রেতার কারাদণ্ড ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: শহরের মাসদাইর এলাকা থেকে আটক ৫ মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ কারাদণ্ড দেন।


 
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মাসদাইর তালা ফ্যাক্টরির জিন্নত আলীর ছেলে সাদ্দাম (২৭), মাসদাইর বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে সোহেল (২৪), কলেজ রোড এলাকার আব্দুস সালামের ছেলে সুজন (২৪), আমলাপাড়ার জীবন সাহার ছেলে সজিব সাহা (২৫) ও নন্দিপাড়ার  হাবিবুল্লাহর ছেলে রশিদ (৩০)।

এর আগে বুধবার সকালে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মাসদাইর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এই ৫ জনকে আটক করেন।
 
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।