ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

এনজিও ব্যুরোর নতুন ডিজি আসাদুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এনজিও ব্যুরোর নতুন ডিজি আসাদুল

ঢাকা: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলামকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত সচিব পর্যযায়ে আরও চার কর্মকর্তার দফতর বদল করেছে সরকার।


 
বুধবার (১০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র পৃথক আদেশ জারি করেছে।

এতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলামকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমানকে শিল্প মন্ত্রণালয়ে, বিসিকের পরিচালক রমা রাণী রায়কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব রোকসানা মালেককে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেবুয়ারি ১০, ২০১৬
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।