ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

ভোলা: দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ভোলায় অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি এ সভার আয়োজন করে।


 
সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
  
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চন্দ্রদ্বীপ সোসাইটির গনসংযোগ কর্মকর্তা বাসুদেব গুহ।
 
সভায় দুর্যোগের আগে ও পরে উপকূলীয় জনগোষ্ঠীর অবস্থা ও গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।