ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালের স্টোরকিপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালের স্টোরকিপার নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সদর হাসপাতালের স্টোরকিপার মো. মহিউদ্দিন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক্স-রে টেকনিশিয়ান শেফায়াত।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ও আহত শেফায়াতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাছেত মাহমুদ জানান, সন্ধ্যায় স্টোরকিপার মহিউদ্দিন ও এক্স-রে টেকনিশিয়ান শেফায়াত মোটরসাইকেলে করে ফরিদগঞ্জ যাচ্ছিলেন। পথে রায়পুরের বাসাবাড়ি এলাকায় মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনার পথে মহিউদ্দিনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, শেফায়াতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।