ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাসাবোতে খাটের নিচ থেকে একব্যক্তির লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বাসাবোতে খাটের নিচ থেকে একব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাড়ির খাটের নিচ থেকে তপন (৪০) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে খবর পেয়ে পুলিশ বাসাবোর পাটোয়ারি গলি সংলগ্ন তিনতলা ওই ভবনের একটি কক্ষের খাটের নিচ থেকে পঁচন ধরা ওই লাশ উদ্ধার করে।



খিলগাঁও জোনের পুলিশের কর্মকর্তা মো. নুর আলম বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে তপনকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।