ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ডিজিটাল মেলা শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কক্সবাজারে ডিজিটাল মেলা শুরু রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারে রোববার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহীদ দৌলত ময়দানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।



বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
 
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
এবার ডিজিটাল মেলায় চারটি প্যাভিলিয়ন থাকবে। প্রথম প্যাভিলিয়নে থাকবে ই-সেবা প্রধানকারী সরকারি সংস্থাসমূহের স্টল। দ্বিতীয় প্যাভিলিয়নে থাকবে ডিজিটাল শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া ক্লাসরুমের স্টল। তৃতীয় প্যাভিলিয়নে থাকছে ই-কমার্স।
 
এ ছাড়া প্যাভিলিয়ন চারে থাকছে তরুণ উদ্ভাবকদের প্রদর্শনী ও প্রতিযোগিতা। খাদ্য নিরাপত্তা, নিরাপদ সুপেয় পানি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও কৃষক, উন্নত স্বাস্থ্যসেবা, দৈনন্দিন জীবনযাত্রার সহযোগী, জীবন রক্ষাকারী কার্যক্রম, মশা নিধন ও নাগরিক সমস্যা সমাধানকারী প্রকল্প মেলাতে প্রদর্শন করবে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 
মেলার প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, স্টল প্রদর্শণী, ‘ডিজিটাল সেন্টার: জনগণের দোরগোড়ায় সেবা’ শীর্ষক সেমিনার, কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠনে থাকবে মাল্টিমিডিয়া ক্লাসরুম শীর্ষক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা, তরুণ উদ্ভাবক-প্রদর্শনী ও প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
 
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। জেলার ঐতিহ্য তুলে ধরতে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সমাপনী দিনে আটটি ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেওয়া হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবাহান, জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন ও সহকারী কমিশনার তুষার আহমেদ।
 
বাংলাদেশ সময়: ২২১২ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টিটি/এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।