ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বাগেরহাটে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট: পূর্ব বিরোধের জের ধরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হামিদ দরানী (৫৫) নামে মাদ্রাসার এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জিউধারা ইউনিয়নের জামিরতলা এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত হামিদ দরানী উপজেলার নিশানবাড়িয়া এলাকার গোয়াতলা গ্রামের হাতেম আলী দরানীর ছেলে। তিনি
স্থানীয় নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় হামিদ দরানীর সঙ্গে তার সাবেক জামাতা আবু হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু হাওলাদার হামিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকারী আবু হাওলাদার মোরেলগঞ্জের জিউধরা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

ওসি আরো জানান, কয়েক বছর আগে হামিদ দরানীর মেয়ের সাথে আবু হাওলাদারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে  সাত মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে হামিদের সঙ্গে আবু হাওলাদারের বিরোধ চলছিল।

এ ঘটনায় জড়িত আবু হাওলাদারকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।