ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টেকনাফে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার ছবি: প্রতীকী

কক্সবাজার: টেকনাফে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টায় সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মাদক ডিলার হামিদ হোসেন ওরফে দালাল হামিদের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।



টেকনাফ থানার এসআই  মো. গোফরান বাংলানিউজকে জানান, পুলিশ দালাল হামিদের বসতভিটার লাকড়ির স্তূপ থেকে ইয়াবার চালানটি উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক ককরা সম্ভব হয়নি।

পুলিশ সূত্র জানায়, বাড়ির মালিক টেকনাফ পৌরসভার হোটেল স্কাইভিউর মালিক হামিদ হোসেন এবং তার ৩ ছেলে আহমদ হোসেন, কামাল হোসেন ও জাকির হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। যারা বিভিন্ন সময়ে ইয়াবাসহ আইনশৃংঙলা বাহিনীর হাতে আটক হয়েছিল।

টেকনাফ  থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে জানান, হামিদ ও তার ছেলেরা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এঘটনায় সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
টিটি/এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।