ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

১০ পৌরসভায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
১০ পৌরসভায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ

ঢাকা: আগামী ২০ মার্চ অনুষ্ঠেয় ১০টি পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ১০টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে নির্বাচন পরিচালনায় এসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।



সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে রংপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাউনিয়া উপজেলা নির্বাচন অফিসার, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, ঝালকাঠির পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন অফিসার, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে ফরিদপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসারকে  নিয়োগ দেওয়া হয়।

এছাড়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অফিসার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসার, নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে নোয়াখালী জেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কবিরহাট উপজেলা নির্বাচন অফিসার, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে ফেনী জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে সোনাগাজী উপজেলা নির্বাচন অফিসার, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার এবং কক্সবাজারের মহেশখালী পৌরসভায় রিটার্নিং অফিসার হিসেবে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে মহেশখালী উপজেলা নির্বাচন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে।

১০ পৌরসভার নির্বাচন ২০ মার্চ

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএমএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।