ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাত ধরতে গিয়ে ওসিসহ ৪ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ডাকাত ধরতে গিয়ে ওসিসহ ৪ পুলিশ আহত

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তা এলাকায় ডাকাতদের আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে আহত হয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সলসহ ৪ পুলিশ সদস্য।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



এ সময় আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, আহত পুলিশ সদস্যরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হোমনা থানার ওসি আবুল ফয়সল বাংলানিউজকে জানান, রাতে একদল ডাকাত গৌরিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ডাকাতি করতে যাচ্ছিল। চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের চারদিক থেকে আটকানোর চেষ্টা করে। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনিসহ ৪ পুলিশ সদস্য হাতে পায়ে ব্যথা পান।

এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা, চারটি মুখোশ, একটা গেট কার্টারসহ ছয় ডাকাতকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।