ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
মুজিবনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় সুমিত্রা পাল (৩৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মৃত সন্তান প্রসব করেন ওই নারী।

মৃত সুমিত্রা পাল গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কিশোর পালের স্ত্রী।

এ ঘটনায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর আলেয়া বেগমকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সুমিত্রা পালের স্বামী কিশোর পাল বাংলানিউজকে জানান, তার আরো দুই সন্তান রয়েছে। আবারো তার স্ত্রী গর্ভধারণ করায় তারা আলেয়া বেগমের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার  আলেয়া বেগমের গ্রামের বাড়ি কেদারগঞ্জে গেলে তার স্ত্রীকে একটি ট্যাবলেট খেতে দেন। এরপর থেকেই তার স্ত্রীর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ভিজিটর আলেয়া বেগম তার স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেন। হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পর তার স্ত্রীও মারা যান।

ওসি কামাল হোসেন আরো জানান, মা ও শিশুর মৃতদেহ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ‍জানান।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।