ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বাংলানিউজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

খুলনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উপলক্ষে খুলনায় বাংলানিউজ আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ ফেব্রুয়ারি)।

বাংলানিউজের খুলনা ব্যুরো অফিসের আয়োজনে নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে।



ওই দিন প্রায় অর্ধশত বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তবে বিজয়ী শিক্ষার্থীকে অবশ্যই স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ পরিচালক টি এম জাকির হোসেন ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআরএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।