ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতা বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ইউপি সচিবদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বেতন-ভাতা বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ইউপি সচিবদের ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দশম গ্রেড স্কেল, বেতন বোনাস ও আর্থিক নিরাপত্তার জন্য পেনশন ব্যবস্থা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দাবি বাস্তবায়নে বাপসা নেতারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।



মানববন্ধনে নেতারা বলেন, সারা দেশের ৪ হাজার ৫শ ৭১টি ইউনিয়ন পরিষদে পাঁচ শতাধিক সচিব মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরিরত। তাদের বেতন শতভাগ সরকারি তহবিল থেকে দেওয়া অনুমোদিত হলেও অর্থ মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় মাত্র ৫০ শতাংশ সরকারি কোষাগার থেকে দিচ্ছে।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ সচিবরা স্নাতক ডিগ্রিধারী হলেও ১৪তম গ্রেড স্কেলের কর্মচারী তারা। এরফলে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

মানববন্ধনে বাপসা সভাপতি শেখ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আগামী ৬ মার্চের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করলে ইউনিয়ন পরিষদ সচিবরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

বাপসা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাসুদ পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাপসার সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, নির্বাহী সভাপতি-১ আতিকুর রহমান, নির্বাহী সভাপতি-২ আব্দুল লতিফ মোল্লা, প্রেসিডিয়াম সদস্য আব্দুল কাদের, মোহসিন রেজা, নজরুল ইসলাম, মাহবুব আলম মোল্লা, হাসান নুর জামান, সুলতান আহমদ মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএ/এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।