ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশ ২০১৬ উপলক্ষ্যে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১১) দুপুরে  আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



তিনি বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। আনসারের ৬৭০ জন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তারা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করে। এ বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।