ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইউনিয়ন পরিষদ স্বীকৃতিহীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ইউনিয়ন পরিষদ স্বীকৃতিহীন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনগণ ও স্থানীয় সরকারের ভেতর তৈরি হয়ে আছে এক দীর্ঘ ফারাক। ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণের সবচেয়ে কাছের নীতিনির্ধারনী প্রতিষ্ঠান।

অথচ এই বিশাল কর্মপরিসর সামলে যারা কাজ করে যাচ্ছেন, তারা অনেকটাই স্বীকৃতিহীন বলে অভিযোগ করেছেন নারী প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, স্থানীয় সরকার ও কার্যকর অংশগ্রহণ বিষয়ক এক গণমাধ্যম সংলাপে বক্তারা এ অভিযোগ করেন।
 
বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবিকতা এবং অধিকার সচেতনতার প্রশ্ন বারবার ইউনিয়ন পরিষদকেই সামলাতে হয়। এসব দূরত্ব কমিয়ে সকল পক্ষের ভেতর একটি জোরদার সমন্বয় তৈরির চেষ্টা চলছে।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডিয়াকোনিয়া বাংলাদেশের দেশিয় পরিচালক খোদেজা সুলতানা, বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।