ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মা হত্যার বিচার দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে মেঘ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বাবা-মা হত্যার বিচার দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে মেঘ ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিক বাবা সাগর সরওয়ার ও মা মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে সমাবেশে যোগ দিয়েছে তাদের একমাত্র সন্তান মেঘ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সমাবেশস্থলে মামা নওশের আলীর সঙ্গে আসে সে।



বেশ কিছুক্ষণ সমাবেশস্থলে অবস্থান করে পৌনে দুপুর ২টায় বাসায় ফিরে যায় সাগর-রুনির এ সন্তান।

এসময় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ইন্ধিরা রোডে রুনির মায়ের বাড়িতে এক মিলাদ মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানান মেঘের মামা নওশের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সাগর-রুনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মেঘের দ্বায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত একটি ফোনও মেঘকে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমএন/এসএ/এএ

** ঐক্যবদ্ধ আন্দোলনে ব্যর্থতা
**  ৪৮ ঘণ্টা থেকে ৪৮ মাস, এখনও আঁধারেই হত্যা রহস্য
**  সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ডিআরইউ-তে সমাবেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।