ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গোপালগঞ্জে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মীর আদালতে মামলাটি দায়ের করা হয়।



মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাই ছাড়াই পত্রিকায় প্রকাশ করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এ কারণে বাদী ও তার সংগঠনের মানহানি হওয়ায় ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

শুনানি শেষে বিচারক গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট শওকত আলী সিকদার।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।