ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
খাগড়াছড়িতে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন করে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।



মানববন্ধনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে অবিলম্বে সাগর-রুণি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এর আগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।