ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মা’সহ ৯টি নামে কোকাকোলার নতুন পানীয়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বাবা-মা’সহ ৯টি নামে কোকাকোলার নতুন পানীয় ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাতৃভাষার মাসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ উপলক্ষে কোকাকোলা বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে নতুন নয়টি কোমল পানীয়।

আর এ কোমল পানীয়গুলোর নাম রাখা হয়েছে- বাবা, মা, আপু, ভাইয়া, বন্ধু-বান্ধব, দাদু, নানু, মামু ও বাংলা নামে।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কোকাকোলার ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, বাংলাদেশে ভাষার মাস হিসেবে ‘ফেব্রুয়ারি মাস‘ বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়ে আসছে। ১৯৫২ সালে আমাদের মহান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে উদযাপিত হচ্ছে। এ এক মহান গৌরবের বিষয়।

শাদাব আরও বলেন, আপন মাতৃভাষায় নিজের ভালোবাসা ও নিজেকে প্রকাশ করার বিকল্প নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে আনন্দ, ভালোবাসা ভাগ করে নিতে পেরে আনন্দিত ও গর্বিত।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল ও আবদুল মোনেম লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা গাজী এম শামসুদ্দীন ।
 
তাপস কুমার মন্ডল তার বক্তব্যে বলেন, ভাষার মাসে এই প্রচারণা গত বছর সীমিত পরিসরে হলেও ব্যাপক সমাদৃত হয়। যার ফলশ্রুতিতে এ বছর এটি বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে।

দেশের সব বাজারে নতুন পণ্য বিশেষ লেবেলকৃত বোতলে পাওয়া যাবে বলেও জানান তিনি।

গাজী শামসুদ্দীন বলেন, এ ক্যাম্পেইন আগামী এপ্রিল পর্যন্ত চলবে।

এ সময় দেশের মানুষ কোকাকোলার বিশেষ লেবেলের বোতল উপহার দিয়ে প্রিয়জনের সঙ্গে আনন্দ-বন্ধুত্ব-ভালবাসা ভাগাভাগি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬/ আপডেট : ১৭০৮ ঘণ্টা
এসএস/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।