ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতিদের জন্য কোড অব কন্ডাক্ট প্রয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিচারপতিদের জন্য কোড অব কন্ডাক্ট প্রয়োজন আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: বিচারপতিদের জন্য কোড অব কন্ডাক্ট প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকেদের সঙ্গে কথা বলেন তিনি।



আইনমন্ত্রী বলেন, বিচারপতিরা বিবেক দ্বারা পরচালিত হবেন। তবে আজ বোধহয় বিচারপতিদের কোড অব কন্ডাক্ট খুব প্রয়োজন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ‘নিম গাছে আম ধরে না’, এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর এ মন্তব্য।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের প্রশ্ন যখন আসবে তখন আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ১৫ বছর যখন হাইকোর্টের বিচারক ছিলাম। তখন কেউ কখনও অন্যায় অনুরোধ নিয়ে আমার সামনে আসেননি। কারণ অনুরোধ করলে উল্টো ফল হবে।

হাইকোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেছিলেন, নিমগাছ থেকে ফজলি আম আশা করা বাতুলতা মাত্র। ফজলি গাছ রোপণ করেন, তাহলে ফজলি আমই পাবেন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পিআরএলে থাকা সাবেক বিচারপতি সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি সেমিনারে বক্তব্য দিয়েছিলেন। যাদের বিচারপতি হিসেবে নিয়োগ করা উচিত, সে ব্যাপারে একটা আইন থাকা উচিত। যদি ওনার কমেন্টটা সঠিকভাবে পত্রিকায় লিখে থাকেন, তাহলে উনি বলেছিলেন, নিমগাছে আম ধরে না। ওনার কর্মকাণ্ডে উনি প্রমাণ করেছেন নিম গাছে আম ধরে না। আজ বোধ হয় বিচারপতিদের কোড অব কন্ডাক্ট খুবই প্রয়োজন।

মন্ত্রী বলেন, বিচারপতিরা তাদের বিবেক দ্বারা চালিত হবেন। যেহেতু বিজ্ঞ বিচারপতি, সম্মানীত বিচারপতি- তাই বলে দেওয়ার প্রয়োজন নেই তারা  কী আচরণ করবেন। এজন্যই এতোদিন কোনো রুলস ছিলো না। রায় লেখার ব্যাপারে নয়, আজ যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আজকের বাস্তবতায় যেটা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিত আর নেই। সে কারণেই আমার মনে হয় এটার ব্যাপারে রুলস করে দেওয়া উচিত।

বিচারপতিরা সমাজের দৃষ্টান্ত। আমরা মনে করি তারা এমন কাজ করবেন যা অনুসরণীয়। সে জন্যই আমি মনে করি এখন সময় এসেছে রুলস করার।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।