ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নোয়াখালীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার নাইস গেস্ট হাউসের সামনে সিএনজি ও ব্যাটারি চালিত দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে মাইজদী-সোনাপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত নাছির উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাসান বাংলানিউজকে জানান, ভোরে নাইস গেস্ট হাউসের সামনে ব্যাটারি ও সিএনজি চালিত দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজি চালিত অটোরিকশার চালক নাসির। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।