ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাক স্বাধীনতা অন্যের আঘাতের কারণ যেন না হয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বাক স্বাধীনতা অন্যের আঘাতের কারণ যেন না হয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একজনের বাক স্বাধীনতা অন্যের জন্য আঘাতের কারণ যেন না হয়, তা নিয়ে যেন সহিংস ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ইউরোপিয়ন ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।



ব্লগার হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, তাদের (ইইউ প্রতিনিধি) সঙ্গে ব্লগার হত্যাকাণ্ডের বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি একটি মমলার রায় হয়েছে। আরেকটি মামলার তদন্তের পর অভিযোগপত্র প্রস্তুত হয়েছে। আর বাকি মামলাগুলো তদন্তে রয়েছে।

এ প্রসঙ্গে আনিসুল হক জানান, সরকার দু’টি বিষয় নিয়ে কাজ করছে। একটি ব্লগার হত্যা বন্ধ করা এবং অপরটি ব্লগার হত্যার বিচার ত্বরান্বিত করা।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি- কারো বাক স্বাধীনতা বিন্দুমাত্র হরণ করার ইচ্ছা আমাদের নেই। কিন্তু জনগণের সরকার হিসেবে আমাদের দায়িত্ব একজনের বাক স্বাধীনতায় আরেক জনের আঘাত না লাগে সেটা নিশ্চিত করা। এটা নিশ্চিত করা গেলে এরকম হত্যাকাণ্ড আর ঘটবে না।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জঙ্গি-সন্ত্রাস বিষয়ে বৈঠকের আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, তাদের দেশেও জঙ্গি-সন্ত্রাস রয়েছে। তারা তা স্বীকার করেছেন। এই জঙ্গি-সন্ত্রাস যেভাবে দমন করা যায়, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।