ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার পাখি যায়না ভোলা

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ভোলার পাখি যায়না ভোলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ‘ভোলার পাখি যায়না ভোলা’- এই স্লোগানকে সামনে রেখে ভোলায় উদ্বোধন হলো পাখি মেলা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া।



বাংলাদেশ বার্ড ক্লাব ও অ্যাডভেঞ্চার ক্লাব অব ভোলার সহযোগীতায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও বাংলাদেশ বন বিভাগ যৌথভাবে পাখিমেলার আয়োজন করে।

দিনব্যাপী পাখি মেলা ছিল আলোকচিত্র প্রদর্শনী, পাখির ছবি আঁকার প্রতিযোগিতা, স্লাইড প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুই ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ বিল উইলিয়াম জোন্স ও স্টিফেন স্যামওরথ, নেদারল্যান্ডের পাখি বিশেষজ্ঞ টন, নেকমের বন্যপ্রাণি গবেষক ও বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য পাখি রিংগার সামিউল মোহসেনিন এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সচিব দুইবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

দেশের পাখি সমৃদ্ধ এলাকার মধ্যে দ্বীপ-জেলা ভোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলার বিভিন্ন কাঁদা-মাটির চর ও জলাভূমি পরিযায়ী পাখিদের খণ্ডকালীন আবাসভূমি, স্টপওভার ও ট্রানজিট হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও গুরুত্ব অর্জন করেছে। প্রতিবছর শীতে ভোলা জেলার উপকূলীয় দ্বীপ ও জলাভূমিতে জলচর পাখি জরিপ করা হয়। পৃথিবীর দুটি অতি বিরল প্রজাতির পাখি শীত মৌসুমে এ অঞ্চলে পরিযায়ী হয়ে আসে।
 
এর একটির নাম ‘স্পুনবিল স্যান্ডপাইপার’ এবং অন্যটি ‘এশিয়াটিক ডাউইচার’। এছাড়াও উপকূলীয় চরাঞ্চলে বিভিন্ন ধরনের বক, কাস্তেচরা, গাংচিল, পানকৌড়ী, মেটে রাজহাঁস, গরাদমাথা রাজহাঁস, শরালী, চকাচকি, রাজমনিহাঁস, বালিহাঁস, গাডওয়াল হাঁস, ইউরেশীয় সিঁথীহাঁস, পাতি তিলিহাঁস, গিরিয়া হাঁস, উত্তুরে ল্যাঞ্জাহাঁস, উত্তুরে খুন্তেহাঁস, বিভিন্ন ধরনের চ্যাগা, জৌরালী, গুলিন্দা, বাটান, চাপাখি শীতে দেখতে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।