ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নগরজীবনে নাভিশ্বাসের এক খণ্ডচিত্র

ছবি: শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, লেখা: ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নগরজীবনে নাভিশ্বাসের এক খণ্ডচিত্র ছবি : শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: নগরজীবন মানেই যেন দুর্ভোগ। সময়-অসময় রাস্তায় খোঁড়াখুঁড়ি।

ব্যস্ত সড়কে চলছে যানবাহন, এরপাশে বিশাল দীর্ঘ ও গভীর গর্ত। ঝুঁকি নিয়ে পথ চলছেন পথচারীরা।
 
১৩২ কেভি উচ্চতাপ সম্পন্ন বৈদ্যুতিক ক্যাবল লাইন স্থাপনের কাজ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
 
নগরীর পরীবাগ থেকে রমনা, মগবাজার ও ডিআইটি রোডের আবুল হোটেল হয়ে রামপুরা বাজার পর্যন্ত খোঁড়াখুঁড়ি করতে দেখা যায়।

রামপুরা এলাকায় ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) থেকে পরিবাগের সাব-স্টেশনের জন্য লাইন টানা হচ্ছে বেশকিছু দিন ধরেই।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ব্যস্ত ওই সড়কে গর্তের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে দেখা যায় এক দৃষ্টি প্রতিবন্ধীকেও।
 
রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে ডিআইটি রোডে যানজট লেগেই আছে প্রতিনিয়ত। পাশাপাশি ধুলো-বালিতে নাভিশ্বাস নগরবাসীর। এ থেকে মুক্তি কবে- যেন তারই প্রতীক্ষায় নগরবাসী।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।