ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে মদ ও গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিজয়নগরে মদ ও গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শেষরাতে এ অভিযান চালানো হয়।



দুপুরে ১২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, রাতে বিজিবির একটি দল কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল মদ (হুইস্কি) ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।