ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৫ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
৫ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত অর্থবছরে সরকারি ও বেসরকারিভাবে দেড় কোটি মানুষের চাকরি হয়েছে। বৈদাশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অচিরেই প্রবৃদ্ধি ৭ শতাংশে ছাড়িয়ে যাবে। ৫ কোটি মানুষ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে।

তিনি বলেন, দারিদ্র্যের হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছি। আমাদের আর কারো কাছে হাত পেতে চলতে হবে না।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের সফিপুরে আনাসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সরকার সামগ্রিক উন্নয়নবান্ধব সরকার। দেশের সর্বত্র সড়ক ও রেল যোগাযোগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দেশের অর্থায়নে পদ্মাসেতু এবং দেশের সর্বপ্রথম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প সামগ্রিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বাক্ষর বহন করে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ছাড়াও টঙ্গী-ভৈরব ও লাকসাম-চিংকিয়াস্তানার মধ্যে দ্বিতীয় রেললাইন স্থাপন যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিগগিরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ শেষ হবে। একই রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আগামীতে ঢাকা-সিলেট মহসড়ক চারলেনে আমরা উন্নীত করবো। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। রেলকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। সমগ্র বাংলাদেশে রেল নেটওর্য়াক আমরা তৈরি করছি।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন করা। সেই উন্নয়নের লক্ষ্য সামনে নিয়ে আমরা অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়ন করে যাচ্ছি। যার ফলে আজকে বাংলাদেশে প্রতিটি মানুষের মাথাপিছু আয় এক হাজার ৩১৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। আমরা ১২৩ ভাগ পর্যন্ত বেতন বৃদ্ধি করেছি। বাংলাদেশ আজ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

এর আগে প্রধানমন্ত্রী বেলা পৌনে ১২টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। পরে তিনি খোলা জিপে চড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৭৯ আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি পদক ও বাংলাদেশ আনসার ভিডিপি পদক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।