ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জ্ঞানের অন্বেষনে সরস্বতী পূজা শনিবার

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জ্ঞানের অন্বেষনে সরস্বতী পূজা শনিবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জ্ঞানের অন্বেষনে মানুষ ছুটে চলে দেশ হতে দেশান্তরে। পূজা অর্চনা প্রার্থনাও বাদ দেন না কেউ।

এমনি সনাতন ধর্মাবলম্বীরা জ্ঞানার্জনে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলী দেবেন শনিবার (১৩ ফেব্রুয়ারি)।

যুগ যুগ ধরে এরই ধারাবাহিকতায় পালিত হয়ে আসছে স্বরসতী পূজা। সারা দেশের মতো পূজা অর্চনার জন্য সিলেটেও চলেছে ব্যাপক আয়োজন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যাপীঠে বর্ণিল আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিদ্যাদেবীর প্রতিমা।

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পূঁজার আয়োজন। পাশাপাশি স্কুল কলেজগুলোতেও পূজার ব্যাপক আয়োজন চলছে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও বাসা-বাড়িতে চলছে পূজার আয়োজন।

পূজাকে সামনে রেখে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিমা বিক্রি করছেন কারিগররা। তবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দক্ষ কারিগর দ্বারা প্রতিমা তৈরির কাজ চলছে।

নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মৃৎশিল্পী শংকর পাল বাংলানিউজকে বলেন, সরস্বতী পূজাকে সামনে রেখে আমাদের ব্যস্ত সময় কাটছে। শেষ মুহুর্তে রং-তুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুটিয়ে তোলা হচ্ছে।

প্রতিটি ছোট থেকে বড় প্রতিমা দেড় শ’ থেকে যথাক্রমে ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন বলে জানান শংকর পাল।  

সিলেট নগরীর দাড়িয়েপাড়া চৈতালী সংঘের পৃষ্টপোষক অমল কৃষ্ণ দেব বাংলানিউজকে বলেন, ‘সরস্বতী পূজা সার্বজনীন উৎসব। পারিবারিক ভাবেও ধুমধামে এই উৎসব পালিত হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিদ্যা দেবীর আরাধনার সঙ্গে উৎসবে মেতে ওঠেন।

তিনি দাবি করেন, প্রশাসনসহ সকলের সহযোগীতায় হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব আনন্দঘর পরিবেশে পালিত হবে।

এরই মধ্যে পূজা মণ্ডপ পরিদর্শনে আয়োজকরা প্রশাসনসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিমন্ত্রণ জানিয়েছেন।

এবারের পূজা আয়োজন নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।