ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ট্রাক উল্টে রিকশা চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
না’গঞ্জে ট্রাক উল্টে রিকশা চালক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় মাল বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ছকু মিয়া (৪০) নামে এক রিকশা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে রাইফেলস ক্লাবের সামনে ডাবলিবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১৬-২২৬) উল্টে গেলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।



ছকু মিয়া গাইবান্ধা জেলার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল বহন করায় রাস্তা মোড় নেওয়ার সময় ট্রাকটি উল্টে একটি রিকশার ওপর পড়ে যায়। এতে চালক আহত হন। তবে ট্রাক চালক ও সহকারী চালক (হেলপার) দ্রুত পালিয়ে যায়।

এসময় ডাবলির বস্তা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।