ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
গাংনীতে ২ মাদকসেবীর কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় গাঁজা রাখা ও সেবনের দায়ে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, গাংনীর পুরাতন মটমুড়া গ্রামের ভাদু শেখের ছেলে ময়নাল হক (৪৫) ও একই গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৪৭)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সকালে মটমুড়া গ্রামের আনারুলের বাড়ি থেকে পাঁচ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ময়নাল ও বিল্লালকে আটক করে পুলিশ। দুপুরে উভয়কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।